Ways to avoid having a Fiverr account disabled | #Terms of Service |

 Answers to some important questions about Fiverr Account Disable and Terms of Service

ফাইভার একাউন্ট ডিজেবল হওয়া থেকে বাচার উপায়






Assalamu Alaikum. We always try to present to you some information which, if you know all the information, will remove the fear of disabling the account from your mind. Today we will discuss the Five Terms Of Service and some important questions.


(আসসালামু আলাইকুম। আমরা সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে এমন কিছু তথ্য তুলে ধরার, যে সকল তথ্য জানলে আপনাদের মন থেকে একাউন্ট ডিজেবল হওয়ার ভয় দূর হয়ে যাবে। আজকে আমরা ফাইভার Terms Of Service এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব)


We have come up with thousands of Terms Of Service from Fiverr's own site, some important Terms Of Service rules, buy rules, and some important questions.

(আমরা ফাইভারের নিজস্ব সাইট থেকে হাজার হাজার Terms Of Service থেকে বেছে বেছে কিছু গুরুত্বপূর্ণ Terms Of Service এর কিছু রুলস, নিয়ম কিনুন ও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি) 


  • Fiverr Terms of Service কি? 
Fiverr gives certain terms and conditions to sellers and buyers to operate in their marketplace and these terms or conditions are called Fiverr Terms of Service (TOS). 

(ফাইভার তাদের মার্কেটপ্লেসে কাজ করার জন্য সেলের ও বায়ারদেরকে কিছু নির্দিষ্ট শর্তবলী বা রুলস দিয়ে থাকে আর এই  শর্তবলী বা রুলস গুলোকে Fiverr Terms of Service (TOS) বলে)


  • Fiverr TOS এর লক্ষন কি?
Symptoms of Fiverr Marketplace Terms of Service (TOS) include spamming, abusive, inappropriate language or behavior, misleading profile information, highlighting personal contact information, requesting the removal of positive feedback or feedback, or incorrect replacement of Gig Service.

(ফাইভার মার্কেটপ্লেসের Terms of Service (TOS) এর লক্ষনগুলো হলো অভদ্র, আপত্তিজনক, অনুপযুক্ত ভাষা বা আচরন স্পামিং, বিভ্রান্তিকর প্রোফাইল তথ্য, ব্যক্তিগত যোগাযোগ তথ্য প্রধান করা, ইতিবাচক প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়া অপসারনের অনুরোধ করা বা গীগ পরিষেবাকে ভূল ভাবে প্রতিস্থাপন করা ইত্যাদি)


  • Fiverr TOS লঘঙন এর জন্য সতর্কবার্তা?
If you violate the Fiverr Marketplace Terms of Service (TOS), Fiverr will issue you two warnings first. After 2 warnings and if you violate their Terms of Service (TOS) then you will get one more message from Fiber, and this will be the last message sent to you from Fiverr.

(আপনি যদি ফাইভার মার্কেটপ্লেসের Terms of Service (TOS) যদি লঘঙন করেন তাহলে, ফাইভার থেকে আপনাকে প্রথমে ২টি সতর্কবার্তা দেওয়া হবে। ২টি সতর্কবার্তা এর পরে ও যদি আপনি তাদের Terms of Service (TOS) এর শর্তবলী লঘঙন করে তখন আপনি একটি ফাইভার থেকে আরও একটি বার্তা পাবেন, এবং এটিই হবে ফাইভার থেকে পাঠেনো আপনার আপনার জন্য শেষ বার্তা)

Where your account will be reviewed for 90 days from Fiverr. If you are lucky then you will get your account back. And if you are unlucky, your account will be disabled from Fiverr.

(যেখানে ফাইভার থেকে আপনার একাউন্টটি ৯০ দিনের জন্য পর্যালোচালনায় নিয়ে যাওয়া হবে। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি আপনার একাউন্টটি ব্যাক পাবেন। আর যদি ভাগ্য খারাপ থাকে তখন আপনার একাউন্টটি ফাইভার থেকে ডিজেবল করে দেওয়া হবে)

However, they disable 90% of the accounts. Of the remaining 10%, those whose luck is very good usually get their account back. You may know that my Level-1 account has been disabled from Fiverr.

(অবশ্য ৯০% একাউন্টই তারা ডিজেবল করে দেয়। বাকি ১০% এর মধ্যে যাদের লাক খুবই ভাল সাধারণত ভাল তারাই তাদের একাউন্ট ব্যাক পায়। আপনারা হয়তবা জানেন আমার লেভেল ১ এর একাউন্ট ও ফাইভার থেকে ডিজেবল হয়ে গিয়েছে)


  • Fiverr TOS শর্তবলীতে কি কি অনুমদিত নয়? 
  1. Illegal or fraudulent service. (অবৈধ্য বা প্রতারনামূলক পরিষেবা)
  2. Make copyrighted content the main thing. (কপিরাইট কন্টেন্ট প্রধান করা)
  3. Trademark infringement. (ট্রেডমার্ক লঘঙন করা)
  4. Third party service head. (তৃতীয় পক্ষের পরিষেবা প্রধান)
  5. Violation of fiber conditions. (ফাইভার শর্তবলী লঘঙন)
  6. Deliberately copying Gig. (গীগে ইচ্ছাকৃতভাবে কপি করা)
  7. Spamming, Violent Gig etc. (স্পাম করা, হিংসাত্বমূলক গীগ ইত্যাদি)

  • What if someone reports to your account? (আপনার একাউন্ট এ কেউ রিপোর্ট দিলে কি হবে?)
If a buyer reports less on your Fiverr account, everything will stay the same. After a while, the Fiverr algorithm will delete all the reports from your profile. 

(আপনার ফাইভার একাউন্ট এ যদি অধিক পরিমানে কোন বায়ার রিপোর্ট দেয় তাহলে আপনার একাউন্ট এর কিছু হবে না। কিছু সময় পরে ফাইভার অ্যালগরিদম আপনার প্রোফাইল থেকে সকল রিপোর্ট মুছে দিবে।) 

But if for some reason a buyer reports to your account, that report will have a much more significant impact on your account. One of the reasons is that Fiverr Marketplace favors buyers over sellers.

(কিন্তু কোন কারনে যদি একটি বায়ার আপনার একাউন্ট এ রপোর্ট দেয় তাহলে, সেই রিপোর্ট আপনার একাউন্ট এর জন্য অনেক বেশী প্রভাব ফেলবে। এক কারন হচ্ছে ফাইভার মার্কেটপ্লেস সেলারদের তুলনায় বায়ারদের বেশী প্রধান্য দিয়ে থাকে)


  • আমি কি নিষ্ক্রিয় করার পরে নতুন Fiverr অ্যাকাউন্ট তৈরি করতে পারি?

Remember that you must follow all the rules when you are serving on any platform. Do not provide those services that are strictly prohibited, otherwise, your new one will also be banned by Fiverr. If your old account is permanently deactivated, you can create a new one without any fear.

(মনে রাখবেন আপনি যখন কোনো প্ল্যাটফর্মে পরিবেশন করছেন তখন সব নিয়ম মেনে চলা আপনার কর্তব্য। কঠোরভাবে নিষিদ্ধ সেই পরিষেবাগুলি প্রদান করবেন না, অন্যথায় আপনার নতুনটিও Fiverr দ্বারা নিষিদ্ধ হয়ে যাবে। যদি আপনার পুরানো অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষ্ক্রিয় হয়ে থাকে তবে আপনি কোনো ভয় ছাড়াই একটি একটি নতুন অ্যাকাউন্ট করতে পারেন)


  • How do you edit a denied gig on Fiverr? (আপনি কিভাবে Fiverr-এ একটি অস্বীকার করা গিগ সম্পাদনা করব?)

Unfortunately, you can't. Once your gig is denied, there is no other way around it, you need to create a new one.

(দুর্ভাগ্যবশত, আপনি পারবেন না. একবার আপনার গিগ অস্বীকার করা হলে, আশেপাশে অন্য কোন উপায় নেই, আপনাকে একটি নতুন তৈরি করতে হবে)


  • Why was Fiverr denying my gig? (কেন Fiverr আমার গিগ অস্বীকার করা হয়েছিল?)

The real answer was: Why does Fiverr deny my gig? It depends on the gig. Unfortunately, you do not specify what you are offering. Sometimes, they will reject a gig if it seems too self-promoting or if you think you are trying to make money in a gig outside of Fiverr.

(এটির আসল উত্তর ছিল: কেন Fiverr আমার গিগ অস্বীকার করে? এটা গিগ উপর নির্ভর করে. দুর্ভাগ্যবশত, আপনি কী অফার করছেন তা বর্ণনা করেননি। কখনও কখনও, তারা একটি গিগ প্রত্যাখ্যান করবে যদি এটি খুব স্ব-প্রচারমূলক বলে মনে হয় বা যদি মনে হয় আপনি Fiverr-এর বাইরে গিগে অর্থ উপার্জন করার চেষ্টা করছেন)


  • What is the day without warning in Fiverr? (Fiverr এ সতর্কতা ছাড়া দিন কি?)

0 days without a breach mean you have just received a warning. When you have 30/30 it means you have spent all 30 days without any precautions as required.

(লঙ্ঘন ছাড়া 0 দিন মানে আপনি এইমাত্র একটি সতর্কতা পেয়েছেন। যখন আপনার 30/30 থাকবে তার মানে আপনি প্রয়োজন অনুযায়ী সতর্কতা ছাড়াই সমস্ত 30 দিন কাটিয়েছেন)


Hopefully, the topics I have discussed will be very helpful for those who are just starting out in the marketplace. And for those who are new, it is very important to know these things.

আশা করি, আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেই বিষয়গুলো যারা মার্কেটপ্লেসে নতুন কাজ করতে শুরু করেছেন তাদের জন্য খুবই উপকারে আসবে। এবং যারা নতুন তাদের জন্য এই বিষয়গুলো জানা খুবই জরুরী।

লনতুনঅ্যাকাউন্ট করতে পারেন।

 










Categories:
Similar Movies

0 Comments: