Here are 5 essential tools to make freelancing easier । ফ্রীল্যান্সিংকে সহজ করে তোলার জন্য অতি প্রজনীয় ৫ টি টুলস।

 Here are 5 essential tools to make freelancing easier

 ফ্রীল্যান্সিংকে সহজ করে তোলার জন্য অতি প্রজনীয় ৫ টি টুলস


Note: I have shared these issues with you from my Marketplace experience. I have shared with you some of the most essential tools that I use in the marketplace. The rest is up to you.

বিদ্রঃ এই বিষয়গুলো আমি সম্পূর্ণ আমার মার্কেটপ্লেসের অভিজ্ঞতা থেকে আপনারদের মাঝে শেয়ার করলাম। আমি যেই সকল টুলস ব্যবহার করে মার্কেটপ্লেসে কাজ করে তা থেকে কিছু অতি প্রয়জনীয় কিছু টুলস আপনাদের কাছে শেয়ার করলাম। বাকি বিষয় আপনাদের হাতে।


At present online marketplace has become very popular in Bangladesh. As the days go by, people are becoming more and more online. At the same time, the marketplaces are becoming harder and harder. Today we are going to introduce you to 5 tools that will make your work in the marketplace easier.

বর্তমানে অনলাইল মার্কেটপ্লেস খুবই জনপ্রিয়তা লাভ করেছে আমাদের বাংলাদেশে। দিন যত যাচ্ছে মানুষ ততই অনলাইলমুখী হচ্ছে। এর সাথে সাথে মার্কেটপ্লেসগুলোও কঠিন থেকে কঠিনতম হয়ে উঠছে। আজকে আপনাদেরকে এমন ৫টি টুলস এর সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যা মার্কেটপ্লেসে আপনাদের কাজকে সহজ করে তুলবে। 


90% of new freelancers have no idea about these tools. Experienced freelancers use these tools most of the time. We hope you find these tools useful.

৯০% নতুন ফ্রীল্যান্সারদের এই টুলসগুলো সম্পর্কে ধারনা নেই। এই টুলসগুলো অভিজ্ঞ ফ্রীল্যান্সাররা বেশির ভাগ সময় ব্যবহার করে। আশা করি এই টুলসগুল আপনাদের অনেক উপকারে আসবে।

 

Not to mention the purpose of our online brothers, you must learn to work well before starting work in the marketplace. We have coaching centers for many experienced brothers. You will learn from there.

আমাদের অনলাই ভাইদের উদ্দেশ্যে একটি কথা না বললেই নয়, মার্কেটপ্লেসে কাজ শুরু করার আগে আপনারা অবশ্যই ভালোভাবে কাজ শিখে নিবেন। আমাদের অনেক অভিজ্ঞ ভাইদের কোচিং সেন্টার রয়েছে। সেখান থেকে শিখে নিবেন।

Of course, try to learn English well. And those who do not know English, try to practice English little by little. It will be very useful for you.

অবশ্যই ইংরেজী ভালোভাবে শিখার চেষ্টা করবেন। এবং যারা ইংরেজী জানেন না তারা অল্প অল্প করে ইংরেজী চর্চা করার চেষ্টা করুন। এটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে। 


__


We have divided the tools of the online marketplace into 2 groups: (অনলাইন মার্কেটপ্লেসের টূলসগুলোকে আমরা ২টি  গ্রুপে ভাগ করেছি)

  • I have some English tools for those who are weak in English in the 1st group. (১ম গ্রুপে যারা ইংরেজীতে দূর্বল তাদের জন্য কিছু ইংরেজী টূলস রেখেছি)
  • In Group 2, some of the most essential tools are used in the marketplace. (২য় গ্রুপে মার্কেটপ্লেসে ব্যবহারিত  অতি প্রয়জনীয় কিছু টুলস)





First of all, I would like to introduce you to the tools of Group 1:  (প্রথমে আমি আপনাদেরকে গ্রুপ ১ এর টূলস গুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি)


Typingbaba: The 1st tool of our group is https://www.typingbaba.com/ We, the newly started freelancing brothers and sisters all use Google Translate as Bangla To English/English To Bangla Translate while working in the marketplace.

আমাদের গ্রুপের ১ম টূলসটি হচ্ছে https://www.typingbaba.com/  আমরা নতুন ফ্রিল্যান্সিং শুরু করা ভাই ও বোনেরা সকলেই মার্কেটপ্লেসে কাজ করার সময় Bangla To English/English To Bangla Translate হিসেবে Google Translate ব্যবহার করে থাকি।


You may have noticed that many times when using Google Translate, the translation is wrong. It also gives various problems and makes it very difficult to work. Those of us who are new to the marketplace usually use this Google Translate.

আপনারা হয়ত খেয়াল করবেন Google Translate ব্যবহার করার অনেক সময়  Translate ভুল আসে। এছাড়াও নানা রকম প্রবলেম দেয় এবং কাজ করতে খুবই কষ্ট হয়ে যায়। আমরা মার্কেটপ্লেসে যারা নতুন সাধারণত তারাই এই Google Translate টি ব্যবহার করে থাকি।






Those who are experienced do not use this Google Translate they use Typingbaba this site. On this site, you can easily translate Bangla to English/English Bangla without any difficulty.

যারা অভিজ্ঞ তারা এই  Google Translate ব্যবহার করে না তারা ব্যবহার করে Typingbaba এই সাইটটি। এই সাইটটিতে আপনারা খুব সহজেই  Bangla to English/English To Bangla Translate করতে পারবেন কোন প্রকার অসুবিধা ছাড়াই।

 





Google Translate Extension: This is an extension that will translate the language of any country into Bengali-like magic. If you watch the video above, you will get a complete idea about this extension. (এটি হচ্ছে এমন একটি Extension যা ম্যাজিক এর মত আপনাদেরকে যেকোন দেশের ভাষাকে বাংলায় Translate করে দিবে। উপরের ভিডিওটি দেখলে আপনারা এই Extension সম্পর্কে সম্পূর্ণ ধারনা পেয়ে যাবেন)



Google Translate 2.0.11




Those of you who are new to Marketplace may not have much idea about this Google Translate Extension. Most of the professional level sellers in the marketplace are proficient in English but those who are not proficient use this Google Translate Extension.

আপনারা যারা মার্কেটপ্লেসে যারা নতুন তারা হয়ত এই Google Translate Extension টি সম্পর্কে খুব বেশী একটা ধারনা নেই। মার্কেটপ্লেসে প্রোফেশনাল লেভেলের তাদের মধ্যে বেশিরভাগ সেলেররা ইংরেজীতে দক্ষ তবে যারা দক্ষ নয় তারা এই Google Translate Extension টি ব্যবহার করে




If you use this Google Translate Extension 2.0.11 you will understand what it does and why professionals use it.

আপনারা এই Google Translate Extension 2.0.11 এটি ব্যবহার করলেই বুঝতে পারবেন এটার কাজ কি আর কেনো প্রোফেসনালরা এটি ব্যবহার করে।


 Grammarly Extension: However, the Extension & Window apps are available in two ways. But in most cases everyone uses Extension. This extension is a very important Extension for those who are weak in English. (এটি অবশ্য Extension & Window apps দুই ভাবেই পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবাই  Extension ব্যবহার করে। এই Extension টি যারা ইংরেজী দূর্বল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি  Extension)

We make a lot of mistakes in grammar when writing English. Those who are proficient in English can easily correct a mistake in grammar but for those who are not proficient in English, this is a cause for concern.

আমরা ইংরেজী লেখার সময় গ্রামারে প্রচুর ভুল করে থাকি। যারা ইংরেজিতে দক্ষ তারা খুব সহজেই গ্রামারে ভুল হলে ঠিক করে নিতে পারে কিন্তু যারা ইংরেজিতে দক্ষ নয় তাদের জন্য এই বিষয়টি খুবই চিন্তার একটি কারন হয়ে বসে।

However, there is no reason to worry. It's a fun Extension like Google Translate Extension 2.0.11

তবে চিন্তার কোন কারন নেই  Grammarly Extension টি মূলত গ্রামারে ভুল হলে তা ঠিক করে দেয়। এটি ও Google Translate Extension 2.0.11 এর মত মজার একটি Extension 




Grammarly for Chrome 14.1050.0





For those of you who are weak in English, if you don't want your grammar to be wrong, then this is the best Extension for you. You must try this Extension.

আপনারা যারা ইংরেজীতে দূর্বল তা যদি চান আপনাদের গ্রামারে ভূল না হোক, তাহলে আপনাদের জন্য এটি হচ্ছে সেরা একটি Extension । আপনারা অবশ্যই এই  Extension টি ব্যবহার করে দেখবেন।



This time I am introducing you to the tools of group 2: (এইবার আমি আপনাদেরকে গ্রুপ ২ এর টূলস গুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি)

  




Light Shot:  এইবার আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আরেকটি Window apps এই অ্যাপ
সম্পর্কে আশা করি আমাকে ডিটেইলস এ কিছু বলার দরকার নেই। এই অ্যাপসটি মূলত স্ক্রীন শর্ট এর
 কাজে ব্যবহার রা হয়।





                                                                             Lightshot




আপনারা যারা মার্কেটপ্লেসে কাজ করেন তারা হয়ত জানেন এই অ্যাপসটির কাজ কি। না জেনে থাকলে
উপরের ভিডিওটি দেখুন। আশা করি সব বুঝে যাবেন।




Notepad Extensions: আপনারা হয়ত অনেকেই Notepad সম্পর্কে জানেন। Notepad হচ্ছে এমন
একটি অনলাইন পেইজ যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস লিখে রাখতে পারেন। অনেকটাডায়েরীর মত।


কিন্তু আমি আপনাদের যে Notepad সম্পর্কে বলছি সেটি হচ্ছে একটি Extensions উপরের ভিডিওদেখলে আপনারা এই  Extensions সম্পর্কে সম্পূর্ণ ধারনা পেয়ে যাবেন।








আপনাদের মাঝে যে সকল টূলস নিয়ে আলোচনা করা হয়েছে, সেই টূলসগুল যদি আপনারা ব্যবহার 
করেন আশা করি আপনাদের মার্কেটপ্লেসের কাজ অনেকটা সহজ হয়ে যাবে। সাথে মার্কেটপ্লেসে কাজ
করে ও অনেক মজা পাবেন।



Categories:
Similar Movies

0 Comments: